Mamata Banerjee: বন্যা ত্রাণে মমতা, বাংলা ভাষা বিতর্কে বিজেপিকে তুলোধনা

বাংলা বলে কোনো ভাষাই নেই” মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা জানে ধর্মের মানে কী?

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৬: রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রমে যোগ দিতে মঙ্গলবার কামারপুকুরে (Kamarpukur) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি একটি ত্রাণ শিবিরে শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন এবং পরবর্তীতে রামকৃষ্ণ মঠে (Ramkrishna Math) একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি বাংলা ভাষা নিয়ে চলমান বিতর্কে সরব হন এবং নাম না নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন।

সম্প্রতি দিল্লী পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” বলে উল্লেখ করায় এবং বিজেপি নেতা অমিত মালব্যর (Amit Malviya) “বাংলা বলে কোনো ভাষাই নেই” মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা জানে ধর্মের মানে কী? আর বলে দিচ্ছে বাংলা নামে কোনও ভাষা নেই!”

তিনি স্বামী বিবেকানন্দের উদাহরণ টেনে বলেন, “স্বামীজি বাংলায় কথা বলতেন। আর বলছে নাকি বাংলা বলে কোনও ভাষা নেই।” তিনি আরও বলেন, “বাংলা ছাড়া ভারত হয় না।”

বিজেপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না। বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না।”

মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বলেন, “ছোট থেকেই মা-বাবা রামকৃষ্ণদেবদের কথা শিখিয়েছেন। তা মাথায় আছে। যা ব্রেনে আছে, কখনও তা ড্রেনে যাবে না।”

গত কয়েক মাসে উত্তরপ্রদেশ, দিল্লী ও অন্যান্য রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের “বাংলাদেশি” সন্দেহে আটক, হয়রানি ও তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরই বাংলা ভাষার মর্যাদা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen