২০ আগস্ট দমদমে মোদী? ছাব্বিশের আগে ডেলি প্যাসেঞ্জারি শুরু
তৃণমূল তাঁদের ভোটের পরিযায়ী পাখি বলেও কটাক্ষ করেছে। বহু চেষ্টা করেও সেবার বাংলায় সরকার গড়তে ব্যর্থ হয় পদ্ম পার্টি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৪: বছর ঘুরলেই নীল বাড়ি দখলের লড়াই। ইতিমধ্যে শুরু হয়েছে মোদী, শাহদের আনাগোনা। আবারও বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিকঠাক থাকলে আগামী ২০ আগস্ট দমদমে বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি।
২০২১-র বিধানসভা নির্বাচনের আগে থেকে এভাবে বঙ্গে নিত্য আসা যাওয়া শুরু করেছিলেন মোদী, শাহরা। তৃণমূল তাঁদের ভোটের পরিযায়ী পাখি বলেও কটাক্ষ করেছে। বহু চেষ্টা করেও সেবার বাংলায় সরকার গড়তে ব্যর্থ হয় পদ্ম পার্টি।
এবার আরও আগে থেকে বাংলায় ফি মাসে একবার করে আসার সিদ্ধান্ত নিয়েছেন মোদী। ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করেন তিনি। তৃণমূলের শহিদ দিবসের প্রাক্কালে বাংলায় এসেছিলেন মোদী। বিজেপির রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর গত ১৮ জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করেছিলেন তিনি। এবার দমদমকে বেছে নেওয়া হয়েছে।