মধ্যপ্রদেশের কুবেশ্বর ধামে ভিড়ের চাপে মৃত ২, আহত অন্তত ১৫
মন্দিরে অত্যাধিক ভিড় জমে যায়। যার জেরে পদপিষ্ট পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির জেরে দুই মহিলা পড়ে গেলে তাঁদের মৃত্যু হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: মঙ্গলবার মধ্যপ্রদেশের কুবেশ্বর ধামে ভিড়ের চাপে মৃত্যু হল দুই মহিলার। জানা যাচ্ছে, সেহোর জেলার এই মন্দিরে অত্যাধিক ভিড়ের চাপে মৃত্যু হল কমপক্ষে ২ মহিলার। আহত আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই মন্দিরে অত্যাধিক ভিড় জমে যায়। যার জেরে পদপিষ্ট পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির জেরে দুই মহিলা পড়ে গেলে তাঁদের মৃত্যু হয়। মৃতদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। জখম হন আরও ১৫ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন বিপুল ভক্ত সমাগম হয়েছিল। সেওয়ান নদীর ঘাট থেকে কুবেরেশ্বর মন্দির পর্যন্ত ভিড় জমে গিয়েছিল। ব্যাপক গরম থাকায় বেশ কয়েকজন ভক্ত অসুস্থও হয়ে পড়ে। আবারও ডবল ইঞ্জিন সরকারের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা।