বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা! আজ সংসদে ঝড় তুলবে তৃণমূল

একদিকে রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা অন্যদিকে বাংলা ভাষাকে আক্রমণ; সমাজের নানা মহল থেকে প্রতিবাদের ঢেউ উঠছে।

August 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: একদিকে রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা অন্যদিকে বাংলা ভাষাকে আক্রমণ; সমাজের নানা মহল থেকে প্রতিবাদের ঢেউ উঠছে। শিল্পী, লেখকেরা প্রতিবাদ করছেন। রাজ্যের শাসক দলও সরব। এবার এই ইস্যুতে সংসদে আজ বুধবার ঝড় তুলতে চলেছেন বাংলার তৃণমূল সাংসদেরা।

বিজেপির দাবি, বাংলা কোনও ভাষা নয়; এই মন্তব্যের প্রতিবাদে আজ বুধবার সংসদে প্রতিবাদের ঝড় তুলবে তৃণমূল। সকালে সংসদ চত্বরে মকর দ্বারের সামনে হবে বিক্ষোভ। তৃণমূলের প্রশ্ন, বিজেপি কি ভারতের জাতীয় সঙ্গীতকেও অপমান করছে? জাতীয় সঙ্গীতকে অপমান মানে দেশদ্রোহিতা।

মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নতুন মুখ্যসচেতক কাকলি ঘোষদস্তিদার। কাকলিদেবী বলেন, অমিত মালব্য যেভাবে বাংলা ভাষাকে অপমান করেছেন, তা মেনে নেওয়া যায় না। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছেন। তাহলে তাঁর দলের বাংলার সাংসদরা কি বিদেশি ভাষায় কথা বলেন? তারা কি রোহিঙ্গা? মালব্য তথা বিজেপি কি আর জনগণমন গাইবে না? জবাব দিতেই হবে।

উল্লেখ্য, অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে তকমা দিয়েছে। অন্যদিকে বিজেপি উঠে পড়ে লেগেছে দিল্লি পুলিশের তকমাকে সত্যি প্রমাণ করতে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন বাংলা বলে নাকি কোনও ভাষাই নেই। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen