ভারতের নতুন তরুণ তুর্কিরা তৈরি, এবার কি সময় হল বিরাট, রোহিতদের বিদায়ের?

ইংল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ২-২ সিরিজ ড্র করে ভারতীয় দল যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

August 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ইংল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ২-২ সিরিজ ড্র করে ভারতীয় দল যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সিরিজে ভারতের হয়ে লড়েছেন একদল সাহসী তরুণ ক্রিকেটাররা , যারা দেশের জন্য নিজেদের জীবনকেও বাজি রাখতে দ্বিধা করেনি। মহম্মদ সিরাজ একাই বল করেছেন প্রায় ২০০ ওভার, ওয়াশিংটন সুন্দর ও যশস্বী জয়সওয়ালও এই সিরিজে রেখেছেন বড়ো অবদান, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণাও ছিলেন চমৎকার।

এই সাহসী তরুণদের উত্থানের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে একটি বড় প্রশ্ন—তবে কি সময় হয়ে এসেছে কোহলি, রোহিত ও বুমরাহদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার?

কোহলি (৩৬) ও রোহিত (৩৮) ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই দুই মহা তারকা , যদিও আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁদের ফের দেখা যেতে পারে। তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তাঁদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ নেই। মাত্র একটি ফরম্যাট ও আইপিএল খেলে তাঁরা কি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন সেই বিশ্বকাপ পর্যন্ত? এই বিষয় থাকছে বড়ো প্রশ্ন চিহ্ন।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, “দুই বছর সময় এখনও হাতে আছে। তবে এখনই স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি—কারণ ২০১১-র পর আর একদিনের বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। কোহলি-রোহিতের মত তারকা খেলোয়াড়দের নিয়ে আলোচনার সময় এসে গিয়েছে ।”

অন্যদিকে, বুমরাহর বিষয়টি আলাদা। ইনজুরি প্রবণতা বিবেচনায় তাঁকে কতটা ব্যবহার করা হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা দরকার। বিশেষজ্ঞদের মতে, “বুমরাহর মূল্য ভারতীয় দলে বেশ গুরুত্বপূর্ণ। তবে হয় তাঁকে এক বা দুটি ফরম্যাটে খেলানো উচিত, নয়তো পরিকল্পনাহীনভাবে তাঁকে ব্যবহার করলে সেটা তাঁর পক্ষে বেশ ক্ষতিকর।”

এই অবস্থায়, সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধরা যখন নিজেদের প্রমাণ করছেন, তখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতীয় দলকেও নিতে হবে কঠিন ব সিদ্ধান্ত। কারণ যেই ভাবে ভারতের তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করছে এর ফলে ভারতীয় দলের প্রতিটি বিভাগে গভীরতা বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen