Uttarkashi Cloudburst: উত্তরকাশীতে মৃতের সংখ্যা বেড়ে ৫, স্থগিত কেদারনাথ যাত্রা
এই ভয়াবহ দুর্যোগে একটি পুরো গ্রাম ভেসে গিয়েছে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি , ১৬:০০: উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi, Uttarakhand) জেলায় দু’টি ভয়াবহ মেঘ ফাটা বৃষ্টির (cloudburst) পর আজ ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) উত্তরাখণ্ডের জন্য ‘ভারী বৃষ্টিপাত’-এর সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করেছে। এই ভয়াবহ দুর্যোগে একটি পুরো গ্রাম ভেসে গিয়েছে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
এখনও অবধি মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ১১জন সেনাকর্মীও (Indian Army) রয়েছেন। নিখোঁজ হওয়া ১০০জনেরও বেশি মানুষকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।
অবিরাম বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড়, উধম সিং নগর, দেহরাদুন, নৈনিতাল, চম্পাওয়াত এবং পৌড়ি গাড়ওয়াল-সহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
IMD-এর সতর্কতার পরিপ্রেক্ষিতে দেরাদুন, নৈনিতাল, টেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, চম্পাওয়াত, পৌড়ি গাড়ওয়াল, আলমোরা ও বাগেশ্বর জেলায় সমস্ত স্কুল ও আঙ্গানওয়াড়ি কেন্দ্র (Class 1-12) বন্ধ করা হয়েছে।
এদিকে, চলতে থাকা বৃষ্টির কারণে বহু এলাকায় সংযোগ সড়ক (link roads) বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন ধ্বংসস্তূপ পরিষ্কার ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে দিনরাত কাজ করছে।