ভারতীয়দের ভোটাধিকার রক্ষার জন্য SIR নিয়ে আলোচনা প্রয়োজন: INDIA bloc
আজ দিল্লির বিজয় চকে, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন INDIA জোটের নেতারা।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: আজ দিল্লির বিজয় চকে, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন INDIA জোটের নেতারা।
সেখানে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR) উপর আলোচনা চাই। সকলেই অত্যন্ত শান্তভাবে স্পিকার, চেয়ারম্যান এবং সরকারকে ক্রমাগত অনুরোধ করছি, ভোটার তালিকার অনিয়ম এবং ভোট চুরি নিয়ে আলোচনার জন্য। সংখ্যালঘু, দলিত ভোট কাটা হচ্ছে, উপজাতি, মনরেগা, পরিযায়ী এসকল সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মহারাষ্ট্রে ভোটসংখ্যা বাড়াতে বিজেপি সরকার ভিন্ন পথ অবলম্বন করেছিল, এখন বিহারে ভোট কাটতে হচ্ছে, কর্ণাটকেও অন্যান্য পথ অবলম্বন করছে। আমরা তাই একটি সম্পূর্ণ আলোচনা চাই। ভোটার লিস্টের যে গড়বড় হচ্ছে, যে ভোট চুরি হচ্ছে, যে অসাংবিধানিক পথ অবলম্বন করা হচ্ছে আলোচনা হলে আমরা পরামর্শ দিতে পারি। SIR ভোটারদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ করার একটি পদক্ষেপ।”
আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “এটা ভোট চুরি না, ডাকাতি। বলা হচ্ছে বিষয়টি বিচারাধীন। সেই বিচারব্যবস্থা নির্বাচন কমিশনকে বলেছে প্রমাণপত্রের তালিকায় আধার, এপিক নম্বর, রেশন কার্ড যোগ করতে হবে, নির্বাচন কমিশন সেই কথা শুনেছে? আমরা যদি লোকজনকে সুরক্ষিত রাখতে না পারি, এই লোকতন্ত্রও তাহলে সুরক্ষিত নয়। SIRএর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা না করা গেলে সংসদের কোনও অর্থ নেই, আপনার ক্যামেরা আর মাইকও অর্থহীন। নির্বাচন কমিশনার এমন একজনের পক্ষ নিয়ে নির্লজ্জভাবে কাজ করছেন, যিনি নির্বাচন কমিশনে বসেন না কিন্তু নির্বাচন কমিশন কীভাবে কাজ করে তা নির্ধারণ করেন। “
শিবসেনা (UBT) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেছেন, “বিরোধী নেতারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছেন না, আমরা কেবল নাগরিকদের অধিকার রক্ষা করতে চাই”।
একটি সূত্রের খবর অনুযায়ী, INDIA জোট শরিকরা আগামী ১১ আগস্ট নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা করবে।
উল্লেখ্য, আজ সকালে প্রথমে সংসদে INDIA জোটের নেতারা একটি বৈঠক করেন। বৈঠকে SIR-এর অপব্যবহার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিয়ে আলোচনা করা হয়েছে।
এরপর সংসদ চত্বরে INDIA জোটের বেশ কিছু সাংসদ SIR নিয়ে প্রতিবাদও করে। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূলের সাংসদরাও সামিল হয়েছিলেন এই প্রতিবাদে। সাংসদদের হাতে ছিল ‘Discussion not deletion’ Vote Chori Band Karo! লেখা ব্যানার। এটি প্রত্যাহারের পাশাপাশি সংসদের উভয় কক্ষে এটি নিয়ে বিতর্কের দাবি জানান।
IMAGE সোর্স:
https://x.com/PTI_News/status/1952995666571260265
https://x.com/INCIndia/status/1952988335921869310