Deepika Padukone: দীপিকার ইন্সটাগ্রাম রিলে বিশ্ব রেকর্ড! ছাপিয়ে গেলেন কোন সেলেবদের?
হলিউড ওয়াক অফ ফেমে স্বীকৃতি পাওয়ার পর, দীপিকা এখন সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড ভাঙছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আবারও ইতিহাস তৈরি করলেন। তাঁর একটি ইন্সটাগ্রাম (Instagram) রিলে ১.৯ বিলিয়ন ভিউ ছাড়িয়েছে, যা সারা বিশ্বে সবচেয়ে বেশি দেখা রিল হিসেবে রেকর্ড গড়েছে। সম্প্রতি হলিউড ওয়াক অফ ফেমে (Hollywood Walk of Fame) তারকা খচিত পদক পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী হওয়ার পর, এবার তিনি সোশ্যাল মিডিয়াতেও এক অসাধারণ রেকর্ড গড়লেন।
দীপিকা হিলটন হোটেলের (Hilton Hotels) গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর (Global Brand Ambassador) হিসেবে তাদের ‘It Matters Where You Stay’ ক্যাম্পেইনে স্টার করেছিলেন। এই রিলটি ৪ঠা অগাষ্টের মধ্যে ১.৯ বিলিয়ন ভিউ পেয়ে যায়, যা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandiya), ফোনের বিজ্ঞাপন ‘Flex Your New Phone’ এবং ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রিলকেও ছাড়িয়ে গিয়েছে!
হলিউড ওয়াক অফ ফেমে স্বীকৃতি পাওয়ার পর, দীপিকা এখন সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড ভাঙছেন। তাঁর এই অসাধারণ জনপ্রিয়তা প্রমাণ করে, তিনি শুধু ভারত নয়, সারা বিশ্বের ফিল্ম আইকন!