আজ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

জেলার কর্তা ব্যক্তিরা বলেছেন, বিশ্ব আদিবাসী দিবস প্রাণের উৎসব‌। মুখ্যমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানের সূচনা করবেন।

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples) অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতি বছর ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে লোধা, শবর, সাওঁতাল, মুন্ডা ও ভূমিজ সমাজের মানুষজন তাঁদের নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন।

আজ দুপুর ১২টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান চলবে চারদিন ধরে হবে। গোটা স্টেডিয়ামটি সাজিয়ে তোলা হয়েছে। ট্রাইবাল লিটারারি মিটের আয়োজন করা হয়েছে। পুলিস প্রশাসন, কৃষি, শ্রম, ক্রেতা সুরক্ষা, বনভূমি অধিকার, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো বিষয় নিয়ে আলোচনা শিবির হবে। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুন্ডারী নৃত্য পরিবেশিত হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার কর্তা ব্যক্তিরা বলেছেন, বিশ্ব আদিবাসী দিবস প্রাণের উৎসব‌। মুখ্যমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী ভাষা, সংস্কৃতি রক্ষার লড়াইয়ের ডাক দিয়েছেন। জেলার আদিবাসী সমাজের মানুষ সংস্কৃতি রক্ষার মধ্যে দিয়ে সেই লড়াইয়ে শামিল হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, চারদিন ধরে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠিত হবে। জেলার আদিবাসী সমাজের বিভিন্নস্তরের মানুষ নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen