দিল্লিতে আজ সন্ধ্যায় INDIA জোটের বৈঠক, থাকবেন অভিষেক

তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়াও উপস্থিত থাকবে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব)।

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৯: আগামী ১১ অগাস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় INDIA জোটের বৈঠক ডাকা হয়েছে। আজ নয়াদিল্লিতে সেই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

SIR বিরোধী প্রতিবাদ কীভাবে আরও জোরালো করা যায় তা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়াও উপস্থিত থাকবে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব)।

শুক্রবার ফের বাংলা ভাষার অপমান নিয়ে মূলতুবি প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে কংগ্রেসও এই প্রস্তাব দিয়েছে। নিঃসন্দেহে বাংলা ভাষার অপমান এবং বিজেপি রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতেও ঐক্যবদ্ধ হচ্ছে INDIA জোটের দলগুলি। রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen