মেসি-রোনাল্ডো OUT! ব্যালন ডি’অর ২০২৫-এর নতুন রাজা কে হবে?
শুধু ব্যালন ডি’অর নয়, একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ব্যালন ডি’অর ফেমিনিন, ক্লাব অব দ্য ইয়ার, কোপা ট্রফি (সেরা তরুণ খেলোয়াড়) ও ইয়াশিন ট্রফি (সেরা গোলরক্ষক) বিভাগের মনোনয়নও।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: ফুটবল বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি’অর। ২০২৫- সালের ব্যালন ডি অর এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে সবচেয়ে বড় চমক— এই যুগের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম নেই সেই ৩০ জনের তালিকায়। একসময় যাঁদের এই তালিকায় উপস্থিতি ছিল অবধারিত, তাঁরা এবারও এই তালিকার বাইরে। ফলে এখন আলোর কেন্দ্রবিন্দু চলে এসেছে নতুন প্রজন্মের তারকাদের দিকে।
এ বছরের সম্ভাব্য শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন প্যারিস সাঁ-জার ওসমান দেম্বেলে ও বার্সেলোনার লামিনে ইয়ামাল। উল্লেখযোগ্যভাবে, কোনো প্রাক্তন ব্যালন ডি’অর বিজয়ীর নাম এই তালিকায় নেই— এমনকি শেষবারের জয়ী রদ্রিও এই তালিকায় নেই। অর্থাৎ এই বছর এক নতুন মুখ পেতে চলেছে ফুটবল বিশ্ব।
শুধু ব্যালন ডি’অর নয়, একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ব্যালন ডি’অর ফেমিনিন, ক্লাব অব দ্য ইয়ার, কোপা ট্রফি (সেরা তরুণ খেলোয়াড়) ও ইয়াশিন ট্রফি (সেরা গোলরক্ষক) বিভাগের মনোনয়নও।
পুরুষদের ব্যালন ডি’অর ২০২৫ – মনোনীত খেলোয়াড়রা তালিকা :-
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), ওসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি), দেজিরে দুয়ে (পিএসজি), দেনজেল ডুমফ্রিজ (ইন্টার মিলান), সেরহু গুইরাসি (বোরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্টর গাইকেরেস (স্পোর্টিং লিসবন / আর্সেনাল), রবার্ট লেভানডফস্কি (বার্সেলোনা), আক্রাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (পিএসজি), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), স্কট ম্যাকটোমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), জোয়াও নেভেস (পিএসজি), নুনো মেন্ডেস (পিএসজি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), কোল পামার (চেলসি), পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), মোহামেদ সালাহ (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), ভিটিনহা (পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (বায়ার লেভারকুজেন / লিভারপুল), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
ক্লাব অব দ্য ইয়ার এর তালিকা:
এফসি বার্সেলোনা
পিএসজি
চেলসি
বোটাফোগো
লিভারপুল