৩৭-এ ধূসর দাড়ি! বিরাট কোহলির নতুন লুক দেখে অবাক ক্রিকেট প্রেমীরা
বোর্ডের ভেতর থেকেও খবর , খুব তাড়াতাড়ি এই সিনিয়র দুই ক্রিকেটারের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে বোর্ড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৩: ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির নতুন ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সম্প্রতি লন্ডনে তোলা একটি ছবিতে কোহলিকে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে। কিন্তু ছবি ভাইরাল হওয়ার আসল কারণ ছিল তার সাদা দাড়ি। মাত্র ৩৭-এর কাছাকাছি বয়স, এখনো সক্রিয় ক্রিকেটার, তবুও এমন রূপে কোহলিকে দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি।
গত ১০ জুলাই যুবরাজ সিংয়ের আয়োজিত এক অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল কোহলিকে। সেখানেই তিনি নিজের টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গ তুলেছিলেন। মজা করেই বলেছিলেন, “যখন দেখবে তুমি চারদিন পর পর দাড়ি রং করছো, বুঝে নাও সময় এসে গেছে। আমি তো দুই দিন আগেই রং করেছি।” তার এই কথার সঙ্গে এখনকার লুক মিলে যাওয়ায় গুঞ্জন বেড়েছে আরও।
বর্তমানে কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই তাকে দেখা যায়। রোহিত শর্মার সঙ্গে তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে চান। তবে দীর্ঘ সময় ধরে এক ফরম্যাটে খেলে ফিটনেস ও ফর্ম ধরে রাখা সহজ হবে না—এটা অনেকেই মনে করছেন। আর বয়সের কারণে তাদের জায়গা নিশ্চিতও নয়।
বোর্ডের ভেতর থেকেও খবর , খুব তাড়াতাড়ি এই সিনিয়র দুই ক্রিকেটারের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে বোর্ড। বিসিসিআই সূত্রে পিটিআইকে জানানো হয়েছে, “বিশ্বকাপ এখনো দুই বছরেরও বেশি দূরে (নভেম্বর ২০২৭)। তখন কোহলি-রোহিতের বয়স প্রায় ৪০-এর কাছাকাছি হবে। আমাদের স্পষ্ট রোডম্যাপ থাকা দরকার, কারণ শেষবার বিশ্বকাপ জিতেছিলাম ২০১১ সালে। একইসঙ্গে কিছু তরুণকেও সুযোগ দেওয়া প্রয়োজন।”
সব মিলিয়ে, ধূসর দাড়ির এই ভাইরাল ছবি কেবল সোশ্যাল মিডিয়ায় আলোড়নই তুলছে না, বরং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনারও জন্ম দিয়েছে। ভক্তরা যেমন আবেগে ভাসছেন, তেমনি ক্রিকেট মহল এখন তাকিয়ে আছে অক্টোবরের দিকে—যখন অস্ট্রেলিয়া সফরে ফিরবেন কোহলি ও রোহিত। তখনই বোঝা যাবে, এই দুই মহাতারকা ভারতের ২০২৭ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন কি না।