রোহিত-বিরাটের মাঠে ফেরা আরও দেরি, অপেক্ষা অক্টোবর পর্যন্ত

ইংল্যান্ড সফরে ভারতের তরুণ দল প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স দেখিয়ে ২-২ ব্যবধানে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ড্র করে ফিরেছে।

August 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭: ক্রিকেট প্রেমীদের জন্য বড়ো খবর ! রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এবার আরও দেরি হতে চলেছে। বিসিসিআই ঘোষণা করেছে, এই দুই তারকাকে দেখা যাবে কেবল অক্টোবর মাসে।

ইংল্যান্ড সফরে ভারতের তরুণ দল প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স দেখিয়ে ২-২ ব্যবধানে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ড্র করে ফিরেছে। রোহিত ও বিরাটের টেস্টে অবসরের পর শুভমন গিলের নেতৃত্বে এক নতুন সূচনা করছে ভারত। ।

ইংল্যান্ড থেকে ফেরার পর ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই । ১০ই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমির শাহীর বিপক্ষে এশিয়া কাপের উদ্‌বোধনী ম্যাচ খেলবে মেন ইন ব্লু। এর আগে আগস্টে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে সেপ্টেম্বর ২০২৬-এ নেওয়া হয়েছে। গুঞ্জন উঠেছিল, শ্রীলঙ্কা সফরে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ভারত। কিন্তু এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বিসিসিআই খেলোয়াড়দের সম্পূর্ণ বিশ্রামের সুযোগ দিচ্ছে। খেলোয়াড়রাও নাকি ব্যস্ত আন্তর্জাতিক মরশুমের আগে বিশ্রামের আবেদন করেছিলেন।

এশিয়া কাপের পর ভারতের সামনে ব্যস্ত সূচি—দেশে ফিরেই দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত , তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে সীমিত ওভারের সিরিজ খেলতে। এরপর দক্ষিণ আফ্রিকার সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ—সব শেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও বড়ো লড়াই।

রোহিত শর্মা ও বিরাট কোহলি বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে সক্রিয়। তাদের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষবার তারা খেলেছিলেন ২০২৫ সালের ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ফলে প্রায় সাত মাস পর দু’জনকে একসঙ্গে মাঠে দেখা যাবে, আর সেই অপেক্ষা ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়িয়ে তুলেছে উত্তেজনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen