Trinamool Congress: সংসদে বাঙালি মনীষীদের ব্যাজ নিয়ে আপত্তি সরকারের!

তৃণমূলের দাবি অনুযায়ী, বিজেপি-শাসিত (BJP) কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বারবার বাংলা ও বাঙালি সংস্কৃতিকে টার্গেট করে চলেছে

August 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৯: শুক্রবার সংসদের (Parliament) বাদল অধিবেশন চলাকালীন তৃণমূল (All India Trinamool Congress) সাংসদরা বাঙালি সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক হিসেবে বিশেষ ব্যাজ পরিধান করলে তা নিয়েই তৈরি হয় বিবাদ। ব্যাজগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিপ্লবী ক্ষুদিরাম বসু ও বিনয়-বাদল-দীনেশের মতো মহান ব্যক্তিত্বের ছবি রয়েছে। প্রতিটি ব্যাজের উপরে লেখা ছিল “জয় হিন্দ” এবং নীচে “জয় বাংলা”।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমরা কোনও প্ল্যাকার্ড বা পোস্টার দেখাইনি, শুধুমাত্র বাঙালি মহান ব্যক্তিদের ছবি সংবলিত ব্যাজ পরেছিলাম। তাতেও আপত্তি উঠল? এটা বাংলা ও বাঙালির প্রতি সরাসরি অবমাননা।” তৃণমূলের দাবি অনুযায়ী, বিজেপি-শাসিত (BJP) কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বারবার বাংলা ও বাঙালি সংস্কৃতিকে টার্গেট করে চলেছে। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলার সম্মান রক্ষাই তৃণমূলের প্রধান লক্ষ্য।

এই ইস্যুতে তৃণমূলকে সমর্থন জানাতে এগিয়ে এসেছে ডিএমকে (DMK) ও কংগ্রেসের (Congress) মতো বিরোধী দলগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen