কোচবিহার মেডিকেলের নাম এমজেএন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পর মেডিকেল কলেজের নতুন নামকরণ করা হয় ‘এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি কোচবিহারের বাসিন্দারা।

September 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবশেষে দাবি মেনে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ মহারাজা জীতেন্দ্রনারায়ণের নামানুসারে করা হল। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনেকদিন ধরে কোচবিহারের অনেকে এটি চাইছিলেন। তার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাই এটি করে দেওয়া হল।’

রাজ আমলের এই হাসপাতালটি জেলা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হত। সেই সময় এর নাম ছিল এমজেএন হাসপাতাল। পরবর্তীতে গত বছর হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করা হয়। এরপর তার নতুন নামকরণ করা হয় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিকেল কলেজে উন্নীত করা হলেও তার নামকরণ থেকে এমজেএন শব্দটি বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে কোচবিহারের বিভিন্ন সংগঠন। হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয় মেডিকেল কলেজের নামকরনে মহারাজার নাম রাখার জন্য। এরপর দীর্ঘ টালবাহানার পর মেডিকেল কলেজের নতুন নামকরণ করা হয় ‘এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি কোচবিহারের বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen