শুক্রবার ভার্চুয়াল বৈঠক থেক তৃণমূল নেতা-কর্মীদের বিশেষ কী বার্তা দিলেন সুব্রত বক্সি?
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকের পরে এ বার দলের জনপ্রতিনিধিদের সঙ্গে ফের জরুরি বৈঠকে বসলেন বক্সি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৬: এসআইআর (SIR) নিয়ে এই মুহূর্তে তোলপাড় জাতীয় রাজনীতি। সংসদের বাদল অধিবেশনে এই ইস্যু নিয়েই তুঙ্গে তরজা। বিরোধীর এসআইআরের বিরুদ্ধে ক্রমশই উচ্চগ্রামে স্বর তুলছেন। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) সেই বিরোধিতায় কার্যত নেতৃত্ব দিচ্ছে। শুক্রবার সংসদের বাইরে এসআইআর বিরোধী প্রতিবাদে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে শামিল হন সব সাংসদ। কেন্দ্রকে এনিয়ে চাপে ফেলতে আর কোন কোন দক্ষ পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়ে দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের নির্দিষ্ট সুর বেঁধে দিতে শুক্রবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
এদিনের বৈঠক থেকে দলের জনপ্রতিনিধিদের নির্দেশিকা পাঠানো হল। তাতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য বিভাগের পানীয় জলের কাজে এবার টাকা বরাদ্দ করতে হবে তৃণমূল জনপ্রতিনিধিদের। এটি করা হবে সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে। সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ এবং জেলা পরিষদকে তার বাজেটের ৫ শতাংশ টাকা প্রদান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ ভার্চুয়াল বৈঠকে জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
চলতি সপ্তাহেই দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় নেতাদের প্রয়োজনীয় বার্তা দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকের পরে এ বার দলের জনপ্রতিনিধিদের সঙ্গে ফের জরুরি বৈঠকে বসলেন বক্সি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ-সহ অন্য জনপ্রতিনিধিরাও। প্রায় আধ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে দলনেত্রীর বার্তা জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি।