Operation Akhal: রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াই কুলগাঁওয়ের জঙ্গলে, নিহত দুই জওয়ান

রে গত আট দিনে আরও বেশ কয়েক জন জঙ্গিকে শেষ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী

August 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১.০৫: জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর গুলির লড়াই চলছে জঙ্গি ও সেনার। এই বন্দুকযুদ্ধ আজ নবম দিনে প্রবেশ করল। শুক্রবার রাতভর এনকাউন্টারে কমপক্ষে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এই ‘অপারেশন আখাল’ উপত্যকায় দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযানগুলির মধ্যে একটি। সেনার চিনার কোর জানিয়েছে, ল্যান্সনায়েক প্রীতপাল সিং এবং সিপাহি হরমিন্দর সিং এনকাউন্টারের সময় শহিদ হয়েছেন। এই অভিযানের শুরু থেকে এই পর্যন্ত অভিযানে ১১ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

১ অগস্ট থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। প্রথম দিনেই তিন জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। পরে গত আট দিনে আরও বেশ কয়েক জন জঙ্গিকে শেষ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১০ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর।

অখল জঙ্গলে ঘাঁটি করেছে জঙ্গিরা, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। ওই ঘন জঙ্গলে ছড়িয়েছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা। সেনাবাহিনীর অনুমান, ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় কোথায় তারা রয়েছে, তার খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছেন সেনাবাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen