ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে মুখোমুখি ধাক্কা দুটি মালগাড়ির, বাতিল একাধিক ট্রেন
রেল সূত্রে জানা গিয়েছে, টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহাবোঝাই মালগাড়ি চাণ্ডিল স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১১: ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের অদূরে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে তীব্র চাঞ্চল্য। ঘটনায় লাইনচ্যুত হয়েছে প্রায় ২০টি কামরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলে নি।
রেল সূত্রে জানা গিয়েছে, টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহাবোঝাই মালগাড়ি চাণ্ডিল স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মালগাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। প্রবল শব্দে কেঁপে ওঠে আশপাশের গ্রাম। দ্বিতীয় ট্রেনেরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার পর চাণ্ডিল-টাটানগর শাখায় দুই দিকের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানিয়েছেন, জরুরি ভিত্তিতে লাইন পরিষ্কার ও পুনর্গঠনের কাজ চলছে।
ঘটনার জেরে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস ও কাটিহার-টাটানগর এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেন বিকল্প রুটে চালানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাইনচ্যুতি থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে একই রকম দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন চার জন।