Coolie vs War 2: এ’বছর স্বাধীনতা দিবসে বক্স অফিসে রজনীকান্তের সঙ্গে জোর টক্কর হৃতিক–এনটিআরের

এখানে হৃতিক রোশনের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরআরআর–এর পর তুমুল জনপ্রিয়তা পাওয়া জুনিয়র এনটিআর।

August 9, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৮: আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমার দুই সুপার স্টার — রজনীকান্তের(Rajinikanth) কুলি এবং হৃতিক রোশন( Hrithik Roshan) ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার ২। স্বাধীনতা দিবসের(Independence Day) উইকেন্ডকে ঘিরে বক্স অফিসে এক রোমাঞ্চকর প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেখানে দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত এগিয়ে রয়েছেন প্রি-সেলসে।

কুলি পরিচালনা করেছেন লোকেস কানাগারাজ, যিনি সাম্প্রতিক বছরগুলোতে তামিল ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টারের কারিগর হিসেবে পরিচিত। ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নাগার্জুনা, উপেন্দ্র ও আমির খান। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক বাজারে ছবিটি দাপটের সঙ্গে রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ওয়ার ২ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। এটি যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর প্রথম প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। এখানে হৃতিক রোশনের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরআরআর–এর পর তুমুল জনপ্রিয়তা পাওয়া জুনিয়র এনটিআর। হিন্দি বাজারে হৃতিকের খ্যাতি ও ওয়ার-এর ব্র্যান্ড ভ্যালুর কারণে ওয়ার ২ এগিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে দক্ষিণে কুলিও যে বড়ো ঝড় তুলবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

প্রি-সেলসের দিক থেকে আপাতত কুলি অনেকটাই এগিয়ে। আন্তর্জাতিক বাজারে মুক্তির আগে থেকেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই ২০ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি) ছুঁয়েছে। গালফ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও প্রবল চাহিদা রয়েছে। বিশ্বব্যাপী প্রি-সেলসের পরিমাণ এখনই ৪০ লাখ ডলার ছাড়িয়েছে এবং আশা করা হচ্ছে, বিজয়ের লিও-এর ₹৬৬ কোটি টাকার রেকর্ড ভেঙে দেবে কুলি।

অন্যদিকে, ওয়ার ২–এর আন্তর্জাতিক অগ্রিম বিক্রি এখনও ৫ লাখ ডলারের নিচে। তুলনায়, তেলুগু ভার্সনে সাড়া কিছুটা ভালো হলেও, হিন্দি সংস্করণেসেই ভাবে গতি দেখা যাচ্ছে না।

ভারতে কুলি-র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে কেরালায় শুক্রবার সন্ধ্যায় এবং তামিলনাড়ুতে শনিবার সকালে। মাত্র একদিনে প্রায় ১ লাখ টিকিট বিক্রি হয়েছে, যার মূল্য ২ কোটিরও বেশি। অন্য বাজারে বিক্রি শুরু হলে সংখ্যাটি দ্রুত বাড়বে। ওয়ার ২ ভারতে টিকিট বিক্রি শুরু করবে ১০ আগস্ট থেকে।

সব মিলিয়ে, এই স্বাধীনতা দিবস উইকেন্ডে ভারতীয় বক্স অফিসে দক্ষিণ বনাম উত্তর—রজনীকান্ত বনাম হৃতিক–এনটিআরের লড়াই দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen