উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে ‘ইন্ডিয়া’ জোট
দিল্লিতে সম্প্রতি রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকে উপরাষ্ট্রপতি পদে এবার অরাজনৈতিক ব্য়ক্তিত্বকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৬: বিজেপিকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দেওয়া যাবে না। পরাজয় কার্যত নিশ্চিত জেনেও জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধী শিবির। দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। উপরাষ্ট্রপতি পদে এবার অরাজনৈতিক ব্য়ক্তিত্বকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। এমন কাউকে প্রার্থী করা হবে, যিনি কংগ্রেস, তৃণমূল বা কোনও বড় রাজনৈতিক দলের সদস্য নন। নাম চূড়ান্ত করতে ফের বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর তেমনই।
সম্প্রতি রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে নৈশভোজের পর আলাদা করে বৈঠক হয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের। সেই বৈঠকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়।
সূত্রের দাবি, ইন্ডিয়া জোটের নেতারা ঠিক করেছেন বিজেপি বা এনডিএ জোটের তরফে যাঁকেই দাঁড় করানো হোক পালটা প্রার্থী দেওয়া হবে। সেই প্রার্থীর নাম নিয়েও প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। প্রার্থীর নাম চুড়ান্ত না হলেও মোটামুটিভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় নজর রাখা হবে, সেটা ঠিক করে ফেলা হয়েছে। সচরাচর উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক বিরোধী ঐক্যমত্যে পৌছনোর চেষ্টা করা হয়। সরকারের তরফেই সেটার উদ্যোগ নেওয়া হয়। তবে সরকার পক্ষ এখনও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেনি বলেই খবর।
উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় এখনও কোনও আলোচনা হয়নি। শনিবার এ কথা জানিয়েছেন এনসিপি (এস) প্রধান শরদ পওয়ার। তিনি বলেন, ‘‘এখনও এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি।’’
প্রসঙ্গত, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। পর দিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। এর পরে গত ১ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৯ সেপ্টেম্বর এই পদে নির্বাচন হবে।