IISER: গবেষকের আত্মহত্যায় প্ররোচনা, র‍্যাগিংয়ের অভিযোগ দায়ের

প্রতিষ্ঠানকে বারবার গবেষক সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, নিজের শেষ ফেসবুক পোস্টে এমনটাই জানান অনমিত্র।

August 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Incitement to suicide of IISER researcher, complaint of ragging filed
Anamitra Roy, the IISER researcher who committed suicide after accusing a senior and one of his professors of abetment, in a Facebook post

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৭: IISER কলকাতার (Indian Institute of Science Education and Research, Kolkata) গবেষক অনমিত্র রায়ের (Anamitra Roy) মর্মান্তিক মৃত্যু ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক ও শারীরিক অত্যাচার এবং র‍্যাগিং কালচার নিয়ে সোচ্ছার সাধারণ মানুষ। ২৬ বছর বয়সী এই গবেষক শুক্রবার কল্যাণী AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যাম্পাসের ল্যাবরেটরিতে (laboratory) বিপুল পরিমাণ অবসাদের ওষুধ (anti-depressant) খেয়েছিলেন বলে জানা যায়।

শনিবার (Saturday) অনমিত্রের দাদা হরিণঘাটা থানায় (Haringhata Police Station) একটি অভিযোগ দায়ের করেন। তাতে উল্লেখ করা হয়, অনমিত্রকে দীর্ঘদিন ধরে র‍্যাগিং (ragging) ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইনস্টিটিউটের anti-ragging cell-এ অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার (abetment to suicide) ধারা অনুযায়ী মামলা রুজু করেছে।

প্রতিষ্ঠানকে বারবার গবেষক সৌরভ বিশ্বাসের (Sourabh Biswas) বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, নিজের শেষ ফেসবুক পোস্টে এমনটাই জানান অনমিত্র।

অনমিত্রের সহপাঠীরা প্রশাসনের কাছে একটি মেমোরান্ডাম জমা দিয়েছে, যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen