BJP: বৈদ্যনাথ ধামে জোরপূর্বক প্রবেশের অভিযোগে বিজেপি সাংসদদের বিরুদ্ধে মামলা
শ্রাবণ মাসে দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে VIP বা VVIP প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও জোর করে প্রবেশ করেন বিজেপি নেতারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৮: ঝাড়খণ্ডের (Jharkhand) দেওঘরে (Deoghar) অবস্থিত পবিত্র বাবা বৈদ্যনাথ মন্দিরের (Baba Baidyanath Temple) গর্ভগৃহে (sanctum sanctorum) জোর করে প্রবেশের অভিযোগে বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে (Nishikant Dubey), মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, তাঁদের এই কাজে হাজার-হাজার ভক্তের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
শ্রাবণ মাসে (Shravan month) এই মন্দিরের গর্ভগৃহে VIP বা VVIP প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও গত ২রা অগাষ্ট রাত ৮.৪৫ থেকে ৯টার মধ্যে বিজেপি নেতারা জোর করে প্রবেশ করেন বলে মন্দিরের পুরোহিত কার্তিক নাথ ঠাকুরের অভিযোগের ভিত্তিতে ৭ই অগাষ্ট মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) বিভিন্ন ধারায় এই মামলা করা হয়েছে।
পুরোহিতের অভিযোগে বলা হয়েছে, সাংসদদের জোরপূর্বক প্রবেশ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও অভিযোগ রয়েছে যে, ‘কাঁচা জল পূজা’ (kancha jal puja) চলাকালীন তাঁরা গর্ভগৃহে প্রবেশ করায় পূজার বিঘ্ন ঘটে।
উল্লেখ্য, শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং এই সময় VIP প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। বিজেপি নেতাদের এই কাজে স্থানীয় ভক্তরা ক্ষুব্ধ। তৈরি হচ্ছে রাজনৈতিক বিতর্ক।