Mahavatar Narsimha: বক্স অফিসে মহাবতারের হুঙ্কার, ১০০ কোটি ছাড়ালো হিন্দি সংস্করণ
ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির (animation) ইতিহাসে নতুন অধ্যায় লিখে চলেছে পৌরাণিক অ্যানিমেটেড ছবি (animated epic) ‘মহাবতার নরসিংহ’।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪১: ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির (animation) ইতিহাসে নতুন অধ্যায় লিখে চলেছে পৌরাণিক অ্যানিমেটেড ছবি (animated epic) ‘মহাবতার নরসিংহ’। মুক্তির ১৬তম দিনে সিনেমাটি একদিনেই আয় করেছে প্রায় ১৫ কোটি টাকা, যা এই চলচ্চিত্রটির ক্রমাগত সাফল্যের আরেকটি মাইলফলক। এর আগের দিন এটি ৮ কোটি টাকা আয় করে দিনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তকমা পেয়েছিল।
সিনেমাটির সবচেয়ে বড় অর্জন হল যে এর হিন্দি ডাবড ভার্সন (Hindi dubbed version) ভারতীয় বক্স অফিসে (box office) ১০০ কোটি টাকার ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছে। তেলুগু (Telugu) ভাষার বাইরে হিন্দি বলয়ের দর্শকদের মন জয় করে এই সাফল্য অর্জন করা কোনো অ্যানিমেটেড ফিল্মের (animated film) জন্য একটি বিরল ঘটনা।
১৫ দিনের শেষে সিনেমাটির জাতীয় কালেকশন (domestic collection) দাঁড়িয়েছে প্রায় ১২৬.২৫ কোটি টাকায়। ১৬তম দিনের বিশাল আয়ের পর সিনেমাটির সারা বিশ্বে কালেকশন (worldwide collection) ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে।
এই সিনেমাটি এখন আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড ফিল্মের (highest-grossing animated film) তকমা পেয়েছে, যা হনুমান এবং স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্সের মতো পূর্ববর্তী হিটগুলিকে পেছনে ফেলেছে। উচ্চমানের অ্যানিমেশন, ভক্তিমূলক গল্প বলার শৈলী এবং সফল মাল্টি-ল্যাঙ্গুয়েজ রিলিজএই সাফল্যের মূল কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই সাফল্যের ঢেউয়ে নির্মাতারা এখন ‘মহাবতার সিনেম্যাটিক ইউনিভার্স’ (Mahavatar Cinematic Universe) ঘোষণা করেছেন, যেখানে ভগবান বিষ্ণুর (Lord Vishnu) দশটি প্রধান অবতারের (avatars) উপর ভিত্তি করে একাধিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী এক দশকে কমপক্ষে সাতটি ছবি তৈরি করার পাশাপাশি কমিক্স, ভিডিও গেমস (video games) এবং ডিজিটাল কালেক্টিবলস নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে।