Durand Cup: বায়ুসেনার বিরুদ্ধে বিশাল জয় ইস্টবেঙ্গলের!
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪১: গত ডুরান্ড কাপে (Durand Cup) ইস্টবেঙ্গল (East Bengal FC) ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) দলকে ৬-১ গোলে বিধ্বস্ত করে দিয়েছে। রবিবার (Sunday) অনুষ্ঠিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের খেলোয়াড়রা গোটা খেলা জুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন, যেখানে প্রতিপক্ষের গোলকিপার শুভজিৎ বসু ছাড়া আর কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ২৬ মিনিটে বিপিন সিংহের অসাধারণ একক প্রচেষ্টায় দ্বিতীয় গোলটি আসে। দ্বিতীয়ার্ধে এসেও ইস্টবেঙ্গলের আক্রমণ কমেনি – আনোয়ার আলি, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো (Saul Crespo) এবং ডেভিড লালানসাঙ্গা (David Lalhansanga) পরপর গোল করে স্কোরলাইনকে ৬-০ এ নিয়ে যান। শেষ মুহূর্তে বায়ুসেনার সম্মান রক্ষার জন্য একটি গোল হলেও তা ম্যাচের গতিপথ বদলাতে পারেনি।
ইস্টবেঙ্গলের কোচ অস্কার (Oscar) এই ম্যাচে তিন বিদেশি খেলোয়াড়কে নিয়ে শুরু করেছিলেন, যারা মিডফিল্ড (midfield) থেকে ফরোয়ার্ড লাইন (forward line) পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বিশেষ করে শেষ ১০ মিনিটে পিভি বিষ্ণুকে (PV Vishnu) মাঠে নামানোর পর দলের আক্রমণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই বিশাল জয় ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের জয়যাত্রাকে আরও সুদৃঢ় করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।