Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনই মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের
দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো সফর শুরু করে সকাল ৭টায়। তার বদলে আজ সকাল ৭.৫৪ নাগাদ প্রথম মেট্রোটি রওনা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: সপ্তাহের প্রথম দিনই মেট্রো বিভ্রাট! চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে প্রায় একঘণ্টা দেরিতে দিনের প্রথম মেট্রোই চালু হয়। জানা যাচ্ছে, নোয়াপাড়া কারশেডে থার্ড লাইনে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ না-হওয়ায় সমস্যা দেখা দেয়। ঘণ্টাখানেক পর মেট্রো চলাচল শুরু হয়।
দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো সফর শুরু করে সকাল ৭টায়। তার বদলে আজ সকাল ৭.৫৪ নাগাদ প্রথম মেট্রোটি রওনা হয়েছে। দমদম থেকেও দিনের প্রথম মেট্রো চালু হয়েছে অনেক পরে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল ৮টা থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। সপ্তাহের প্রথম দিন সকালে মেট্রো না-পেয়ে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। পরিষেবা ব্যাহত সংক্রান্ত কোনও ঘোষণা না থাকায় আরও সমস্যা বাড়ে যাত্রীদের। মেট্রো চালুর পরও ভিড়ের চাপে সমস্যা হয় যাত্রীদের।