দিল্লি থেকে ওয়াশিংটন ডিসিতে ননস্টপ ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার
Air India ১ সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে ওয়াশিংটন ডিসিতে ননস্টপ ফ্লাইট বন্ধ করবে বলে জানিয়েছে। এই রুটে কোনও বিমান চলবে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৫: এয়ার ইন্ডিয়া (Air India) ১ সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে ওয়াশিংটন ডিসিতে (Washington) ননস্টপ ফ্লাইট বন্ধ করবে বলে জানিয়েছে। সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে কোনও বিমান চলবে না। কেন এই পরিষেবা বন্ধ করা হচ্ছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে, বিমানের ঘাটতির কারণে এবং অন্যান্য পরিষেবা সচল রাখতেই এই রুটের সমস্ত বিমান আপাতত বন্ধ রাখা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি কারণ হল পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার জেরে তৈরি হওয়া সমস্যা।
২০১৯ সাল থেকে ভারতীয় বিমান সংস্থাগুলিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি রুটে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য, বিমানগুলিকে ইউরোপ এবং আরব সাগর জুড়ে দীর্ঘ, বেশি জ্বালানি খরচার রুটে ভ্রমণ করতে হয়। এর ফলে বিমানের ব্যবহার এবং সময়সূচীর নমনীয়তা প্রভাবিত হয়ে সম্পদ-নিবিড় নন-স্টপ পরিষেবা পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়েছে।
এয়ার ইন্ডিয়ার মতে, ১ সেপ্টেম্বর, ২০২৫ সালের পরে ওয়াশিংটন, ডিসিতে বা থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং করা গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে এবং তাদের ব্যক্তিগত পছন্দ অনুসারে সম্পূর্ণ রিফান্ড বা অন্যান্য ফ্লাইটে রিবুকিং সহ বিভিন্ন ভ্রমণ ব্যবস্থার বিকল্প দেওয়া হবে। “১ সেপ্টেম্বর, ২০২৫ এর পরে ওয়াশিংটন, ডিসিতে বা থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং করা গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে এবং তাদের ব্যক্তিগত পছন্দ অনুসারে অন্যান্য ফ্লাইটে রিবুকিং বা সম্পূর্ণ রিফান্ড সহ বিকল্প ভ্রমণ ব্যবস্থা প্রদান করা হবে,” এতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়া নিউয়ার্ক (EWR), শিকাগো, সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক (JFK) এর মার্কিন বিমানবন্দর থেকে ওয়াশিংটনে এক-স্টপ ফ্লাইট পরিচালনা চালিয়ে যাবে।