SIR কারচুপি! বিহারে ৫ হাজার ভোটারের নাম মিলল উত্তরপ্রদেশের ভোটার তালিকাতেও

দিল্লি ও বিহারের নির্বাচন কমিশনে (Election Commission) লিখিত প্রশ্ন পাঠিয়েও উত্তর মেলেনি।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: বিহারের খসড়া ভোটার তালিকায় নতুন বিতর্ক। বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রেই মিলল পাঁচ হাজারের বেশি ভোটারের নাম, যাঁরা আগে থেকেই উত্তরপ্রদেশের ভোটার তালিকায় রয়েছে।

যোগীরাজ্যে (Uttarpradesh) তাঁরা ভোটও দিয়েছেন গত লোকসভা নির্বাচনে । বিহারের (Bihar) তালিকায় তাঁদের জন্য আলাদা এপিক নম্বর ও ঠিকানা যুক্ত হয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি ক্ষেত্রে নাম, নিকটাত্মীয়ের নাম ও বয়স, দুটি তালিকাতেই (Voter List) পুরোপুরি এক। বাকি ক্ষেত্রে অক্ষর ও বয়স সামান্য বদল করে নাম যুক্ত হয়েছে।

আগে ‘০’ নম্বর ঠিকানায় প্রায় ৩ লক্ষ ভোটারের (Voter) নাম পাওয়া গিয়েছিল। তার পর ফের নতুন বিতর্কে কমিশন।

নিয়ম অনুযায়ী, একজনের নামে একাধিক এপিক নম্বর (Epic Number) অবৈধ। তবুও উত্তরপ্রদেশের ভোটারদের নাম কীভাবে বিহারের তালিকায় এল, তা নিয়ে স্পষ্ট জবাব নেই কমিশনের।

বিরোধীদের অভিযোগ, এসআইআরের (SIR) নামে কারচুপি হচ্ছে। প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

বিহারে ২৪৩টি বিধানসভা কেন্দ্র। একটিমাত্র কেন্দ্রে যদি পাঁচ হাজারের বেশি এমন নাম থাকে, তবে সারা রাজ্যে সংখ্যা বিপুল হতে পারে।

দিল্লি ও বিহারের নির্বাচন কমিশনে (Election Commission) লিখিত প্রশ্ন পাঠিয়েও উত্তর মেলেনি। তবে কমিশনের জনসংযোগ আধিকারিক অশোক গয়ালের দাবি, আপত্তি জানানোর সময় এখনো রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen