SIR: ভোটার তালিকা থেকে নাম বাতিলের আশঙ্কায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার

জানা যাচ্ছে, ওই মহিলারা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা। তারা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সক্রিয় সদস্যও।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: SIR ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ, মঙ্গলবার, ভোটার তালিকা থেকে নাম বাতিলের আশঙ্কায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্ট চত্বরে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন।
ওই মহিলাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

SIR ও নাম বাতিল বিতর্ক ঘিরে গোটা বাংলাজুড়ে আতঙ্কের বাতাবরণ। সূত্রের খবর, সমবায় ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তিন মহিলার। নাম বাদ হতেই আতঙ্কিত পড়েন তিন মহিলা। জানা যায়, কলকাতা আদালতের ই গেটের সামনে তিন মহিলা জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শরীরে কেরসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে ধরে ফেলে। যাতে করে মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়। মহিলার অবস্থা এখন স্থিতিশীল।

জানা যাচ্ছে, ওই মহিলারা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা। তারা আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সক্রিয় সদস্যও। মহিলাদের অভিযোগ, গত ২০১৭ সালে সমবায় তৈরি হয়। ২০২৫ সালে কো-অপারেটিভের নির্বাচন হয়। সেখানে নাম বাদ যায় ওই মহিলার নাম। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয়। অভিযোগ, সমবায় সমিতি তা প্রকাশ করেনি। আরও অভিযোগ, ওই কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না। এরই প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পুলিশি জিজ্ঞাসাবাদে এই তথ্যই উঠে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen