রাজ্য বিভাগে ফিরে যান

এসএসকেএম হাসপাতালেই আইভিএফ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র

October 1, 2020 | < 1 min read

বছর ছয়েক আগে আলোচনা হয়েছিল বিস্তর। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালেই আইভিএফ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র গড়ার বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মঙ্গলবার স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে সই করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজ়েশন) উৎকর্ষ কেন্দ্র নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়ার পাশাপাশি প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথাও বলা হয়েছে। পাশাপাশি, এসএসকেএম কর্তৃপক্ষকে পূর্ত দফতরের সঙ্গে কথা বলে প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার কাজ শুরু করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি পরিকাঠামোয় বন্ধ্যত্বের চিকিৎসার এমন প্রকল্পে প্রশাসনিক অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্ত্রীরোগ চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, এই প্রকল্পের সঙ্গে বহু নিঃসন্তান দম্পতির আবেগ জড়িত। শত চেষ্টার পরেও সন্তান না হলে শেষ ভরসা হয় আইভিএফ পদ্ধতি। কিন্তু দরিদ্র নিঃসন্তান দম্পতিদের পক্ষে বেসরকারি পরিকাঠামোয় সেই চিকিৎসার বিপুল খরচ বহন করা সম্ভব হয় না। তাঁদের মুখে হাসি ফোটাতে পারে এই প্রকল্প।

TwitterFacebookWhatsAppEmailShare

#sskm hospital, #ivf center

আরো দেখুন