রাজ্যে ক্রমাগত খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, পুলিশ-গোয়েন্দা বিভাগকে দিলেন কড়া বার্তা

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আইবি আগে থেকে কোনও তথ্য দেয় না কেন? খুন হয়ে যাওয়ার পর রিপোর্ট দিলে হবে না। আগাম প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।

August 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৯: রাজ্যে ধারাবাহিক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দেন তিনি।

তিনি প্রশ্ন তুললেন, এত খুন হচ্ছে কীভাবে? থানা কী করছে? পুলিশ কেন আগে থেকে কিছু জানতে পারছে না? রাজ্যের সব জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষোভ প্রকাশ করেন।

বললেন, দায়িত্বে বসে থেকেও কাজ না করলে চলবে না। প্রতিটি থানায় নজরদারি বাড়াতে হবে। পুলিশের পাশাপাশি ভর্ৎসনার মুখে গোয়েন্দা বিভাগও।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আইবি আগে থেকে কোনও তথ্য দেয় না কেন? খুন হয়ে যাওয়ার পর রিপোর্ট দিলে হবে না। আগাম প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার দায় শুধু থানার আইসি বা ওসিদের ওপর চাপিয়ে দিলে চলবে না। জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।
সম্প্রতি কোচবিহার থেকে শুরু করে একাধিক জেলায় খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সোনামুখীতে তৃণমূল নেতা শেখ সায়নের খুনে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকদের ওপর হামলার প্রবণতা বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কয়েকজন তৃণমূল নেতার নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে হামলা বাড়ছে বলে অভিযোগ।

দিনে বা রাতে গুলি চালিয়ে খুনের ঘটনা ঘটছে। বিরোধীরা অভিযোগ তুলছে, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, থানাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। দুষ্কৃতীদের আগাম খবর পেলে অভিযান চালাতে হবে। বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা আটক করতে হবে।

ঝাড়খণ্ড ও বিহার সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান রুখতে হবে। দুষ্কৃতীদের আনাগোনা বন্ধে লাগাতার অভিযান চালাতে হবে। ক্রাইম পরিসংখ্যান নিয়ে থানার আইসি ও ওসিদের সঙ্গে বৈঠক বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোথায় কী ধরনের অপরাধ দমন হচ্ছে, তার ওপর পুলিশ কমিশনার ও এসপিদের কড়া নজর রাখতে হবে। অপরাধ যাতে সংগঠিত হতে না পারে, সেই ব্যবস্থা নিতে হবে অবিলম্বে।

এর আগেও তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত জুলাইয়ে বীরভূমে এক সপ্তাহে দুই তৃণমূল নেতার খুন হয়েছিল। এবার বাঁকুড়ার ঘটনাকে কেন্দ্র করে ফের কড়া সতর্কবার্তা দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen