Kolkata Derby: শেষ হল জল্পনা, ডুরান্ড কাপ কোয়ার্টারেই ইস্ট-মোহন মহারণ, ঘোষিত সূচি

সূচি অনুযায়ী হয়তো কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে দুই প্রধান। অবশেষে সরকারি ঘোষণা সেই জল্পনাকেই সত্যি করল।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৯: ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্টের চমক থাকবেনা তা আবার হয় নাকি! মঙ্গলবার রাতেই এক নতুন চমক দিল ডুরান্ড কমিটি। ডুরান্ড কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনাল পর্বের পূর্ণ সূচি ঘোষণা করলো ডুরান্ড কমিটি। ছ’টি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং দ্বিতীয় স্থান পাওয়া সেরা দু’টি দলকে নিয়ে গঠিত হয়েছে শেষ আটের লড়াই। আর এই কোয়ার্টার ফাইনালে দেখা যেতে চলছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচের, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।

তুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল হবে ১৬ আগস্ট বিকেল ৪টায়, শিলং লাজং মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভির, ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ে। একই দিনে রাত ৭টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে কোকরাঝাড়ে, নর্থইস্ট ইউনাইটেডের প্রতিপক্ষ বড়োল্যান্ড এফসি।

১৭ অগস্ট বিকেল ৪ তৃতীয় কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে মাঠে নামবে ডায়মন্ড হারবার এফসি ও জামশেদপুর এফসি। কিন্তু সব নজর থাকবে সেই দিন সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ডুরান্ড কাপের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় লিখতে নামবে কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

শুরু থেকেই জল্পনা ছিল, সূচি অনুযায়ী হয়তো কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে দুই প্রধান। অবশেষে সরকারি ঘোষণা সেই জল্পনাকেই সত্যি করল। ফলে ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠার আগে কলকাতার এক প্রধান দলের বিদায় নিশ্চিত হয়ে গেল।

সমর্থকদের মধ্যে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ডার্বি নিয়ে চলছে নানান আলোচনা, মজার মিম, আর পুরনো লড়াইয়ের স্মৃতিচারণ। ডুরান্ড কাপের মতো শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে ডার্বির স্বাদ সবসময়ই আলাদা। আর কোয়ার্টার ফাইনালের মতো নকআউট ম্যাচে লড়াইয়ের তীব্রতা যে আরও বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।

এবার দেখার বিষয় এই যুদ্ধে কে জেতে ইলিশ না চিংড়ি!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen