পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, মৃত ৩ মহিলা সহ ৭ শিশু, আহত ১২ জন পুণ্যার্থী
ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল রাজস্থানের দৌসা জেলায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৭: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল রাজস্থানের দৌসা জেলায়। পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। আহতরা জয়পুর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা গিয়েছে।
বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে সামনে থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা সহ ৭ শিশুর। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, অনেককেই রেফার করা হয় জয়পুরে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।