বঙ্গ BJP-র সংগঠন, নেতৃত্বে আর ভরসা নেই? প্রযুক্তিগত নজরদারিতেই অগ্রাধিকার দিল্লির গেরুয়া নেতাদের

বঙ্গের মাটিতে দুশো পেরোনোর ডাক দিয়ে ৭৭ আর ৩৫-র টার্গেট নিয়ে ১২-তে থেমেছে বিজেপির গাড়ি।

August 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: বঙ্গের মাটিতে দুশো পেরোনোর ডাক দিয়ে ৭৭ আর ৩৫-র টার্গেট নিয়ে ১২-তে থেমেছে বিজেপির গাড়ি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, রাজ্য নেতাদের ভুল তথ্যের কারণেই বাংলার মাটিতে বিজেপির রথের চাকা বসে যাচ্ছে। লম্বা, চওড়া দাবি করে বার বার মুখ পুড়ছে দিল্লির বিজেপি নেতাদের। বঙ্গ বিজেপির বিরুদ্ধে দিল্লিতে ‘জল মেশানো’ রিপোর্ট পাঠানোর অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি সংগঠনের দশা বেহাল, বুথস্তরে কমিটিই নেই বিজেপির। এসব রোগ নির্মূল করতে এবার অ্যাপ চালু করেছেন শাহ-নাড্ডারা। এই ঘটনাই প্রমাণ করে বঙ্গ বিজেপির নেতা এবং সংগঠন কাউকেই আর বিশ্বাস করতে পারছেন না দিল্লির নেতারা।

জানা যাচ্ছে, ‘সরল’ নামে একটি নির্দিষ্ট অ্যাপ চালু করেছে বিজেপি (BJP)। এই অ্যাপের মাধ্যমে সরাসরি বুথ কমিটির যাবতীয় তথ্য পাবে শীর্ষ নেতৃত্ব। সোমবার, কলকাতার জাতীয় গ্রন্থাগারে সেই অ্যাপ ব্যবহার বিধি বোঝাতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলাস্তরে এই কর্মশালার আয়োজন করা হবে। ২৪ আগস্ট থেকে বুথ সশক্তিকরণের কাজ শুরু হবে। কোথায় কোন বুথ তৈরি হল, বুথের সভাপতি ও সদস্যদের যাবতীয় তথ্য, আধার ও মোবাইল নম্বর এবং ছবি সহ আপলোড করতে হবে অ্যাপে। কোন বুথে কত জন সক্রিয় কর্মী রয়েছেন, তা সহজেই জানতে পারবে সর্বভারতীয় নেতৃত্ব। সাফ কথায়, বুথ ভিত্তিক নজরদারি চলবে।

রাজ্যের প্রভাবশালী নেতারাও নজরদারির আওতা থেকে বাদ থাকছেন না, সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল। সূত্রের খবর, বনসাল বলেছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরম্যান্স মূল্যায়ন হচ্ছে। সকলের কাজেই গ্রেডেশন করা হচ্ছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় মোট বুথসংখ্যা ৮৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুথ কমিটি গঠন কঠিন ধরে নিয়ে ৬৫ হাজার বুথ কমিটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সূত্রের খবর, ৫০ হাজার বুথ কমিটির ভেরিফিকেশন শেষ করা গিয়েছে। বাকি ১৫ হাজারের কাজ চলছে। যদিও এই রিপোর্ট নিয়ে সন্দেহ রয়েছে রাজ্য বিজেপির অন্দরেই! দিল্লির পদ্ম নেতারাও খুব একটা সন্তুষ্ট নন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen