SIR নিয়ে ECI-কে CHRONOLOGY-র পাঠ অভিষেকের

SIR আবহে দেশ উত্তাল। বিহারে SIR নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে, অন্যদিকে সংসদে তুঙ্গে বিতর্ক।

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: SIR আবহে দেশ উত্তাল। বিহারে SIR নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে, অন্যদিকে সংসদে তুঙ্গে বিতর্ক। SIR প্রত্যাহারের দাবিতে নির্বাচন সদন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল INDIA শিবিরের সাংসদেরা। যদিও দিল্লি পুলিশ তাঁদের আটক করে। এই আবহে নির্বাচন কমিশনকে SIR নিয়ে পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

X পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, “নির্বাচন কমিশন জানিয়েছে যে বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা, যার ভিত্তিতে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তা ত্রুটিপূর্ণ এবং অনিয়মে পরিপূর্ণ। যদি সত্যিই তাই হয় এবং ভারত সরকার নির্বাচন কমিশনের এহেন মূল্যায়নের সঙ্গে যদি একমত হয়, তাহলে প্রথম পদক্ষেপ হল SIR পরিচালনা করা। নৈতিকভাবে উচিত লোকসভার তাৎক্ষণিক বিলুপ্তি করা। যদি কেউ সত্যিই SIR-র ধারণাকে সমর্থন করে, তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব বিবৃতি অনুসারে বলতে হয় এই দেশের জনগণ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।” তিনি আরও লেখেন, “নতুন মুখ্য নির্বাচন কমিশনার যদি সত্যিই যোগ্য হন, তাহলে SIR সারা দেশে করা উচিত, কেবল নির্বাচনমুখী রাজ্যগুলিতে নয়।”

নির্বাচন কমিশনকে তিনটি ধাপে ক্রোনলজিও বুঝিয়েছেন অভিষেক। প্রথমে আইনসভা ভেঙে দেওয়া, দ্বিতীয়ত দেশজুড়ে SIR করা এবং শেষে নির্বাচন আয়োজন করে মানুষের মুখোমুখি হওয়া। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি উড়ে যাওয়ার আগেও দমদম বিমানবন্দর থেকে অভিষেক একই কথা বলেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen