অলিম্পিকজয়ী সুশীল কুমারের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

সুশীল, যিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রূপো জিতেছিলেন, বর্তমানে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর ধাঙ্কড় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত।

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: দুইবারের অলিম্পিক (Olympics) পদকজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের (Sushil Kumar) জামিন বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

সুশীল, যিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রূপো জিতেছিলেন, বর্তমানে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর ধাঙ্কড় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। ২০২১ সালের মে মাসে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত মার্চে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা তাঁকে জামিন দেন।

তবে সাগরের বাবা অশোক ধাঙ্কড় এই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও সঞ্জয় কোরেলের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্টের জামিনের আদেশ বাতিল করেছে।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের মে মাসে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে এক সংঘর্ষে সাগর ধাঙ্কড়কে মারাত্মকভাবে আঘাত করা হয়। ওই হামলায় সাগরের দুই বন্ধুও গুরুতরভাবে আহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি মূলত এক সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকে শুরু হয়েছিল।

পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, সাগরের মস্তিষ্কে ভোঁতা বস্তু দিয়ে আঘাতের ফলে গুরুতর ক্ষতি হয়েছিল, যা মৃত্যুর প্রধান কারণ। ২০২২ সালের অক্টোবরে ট্রায়াল কোর্ট ভারতীয় দণ্ডবিধির অধীনে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো এবং প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গার অভিযোগে চার্জ গঠন করে। পাশাপাশি অস্ত্র আইনসহ আরও কয়েকটি ধারাও প্রয়োগ করা হয়।

সুশীল কুমার ভারতের অন্যতম সফল কুস্তিগির হলেও এই মামলায় তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এখন সবার নজর মামলার পরবর্তী আইনি পদক্ষেপ ও সুশীলের আত্মসমর্পণের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen