মেয়েদের IPL-এর সূচি চূড়ান্ত, জানাল BCCI

অবশেষে ইঙ্গিত মিলল যে, ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সময়ে আমিরশাহিতে অনুষ্ঠিত হতে হতে পারে মেয়েদের আইপিএল।

October 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, মেয়েদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ অনুষ্ঠিত হবে ছেলেদের আইপিএলের প্লে-অফ উইকে। তবে নির্দিষ্ট করে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অবশেষে ইঙ্গিত মিলল যে, ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সময়ে আমিরশাহিতে অনুষ্ঠিত হতে হতে পারে মেয়েদের আইপিএল।

বিসিসিআই ছেলেদের আইপিএলের সূচিও ঘোষণা করে একেবারে শেষ মুহূর্তে। তাও সম্পূর্ণ ক্রীড়াসূচি জানানো হয়নি। আপাতত লিগের ম্যাচগুলির দিনক্ষণ জানানো হলেও প্লে-অফের সূচি পরে ঘোষণা করার কথা।

লিগের ম্যাচ শেষ হবে ৩ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। সুতরাং ৪ থেকে ৯ নভেম্বরের মধ্যে ছেলদের এলিমিনেটর ও দু’টি কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সময়েই ছেলেদের প্লে-অফের সমান্তরালে আয়োজিত হবে মেয়েদের চ্যালেঞ্জার সিরিজ। এক সিনিয়র আইপিএল কর্তা মেয়েদের আইপিএলের দিনক্ষণ নিয়ে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।

তিনি বলেন, ‘হ্যাঁ, টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ৪ থেক ৯ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ট্রেলব্লজার্স, ভেলোসিটি ও সুপারনোভা, এই তিনটি দলের মধ্যে সিঙ্গল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। ফাইনাল মিলিয়ে মোট চারটি ম্যাচ আয়োজিত হবে। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৯ নভেম্বর।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen