বাংলায় SIR হলে চালু হবে Helpline, চলতি মাসের শেষে সর্বদলীয় বৈঠকে কমিশন

SIR চালু হলে প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, সে জন্য চালু করা হবে বিশেষ হেল্পলাইন নম্বর। অভিযোগ জানানো যাবে সরাসরি সেই নম্বরে।

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Helpline to be launched in Bengal after SIR

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৭: বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় SIR (Special Intensive Revision) চালু হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এর মধ্যে চলতি মাসের শেষেই রাজ্যের সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী দপ্তর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথে সর্বাধিক ১২০০ ভোটার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বুথ সংখ্যা ৮০ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৯৫ হাজার হতে পারে। বৈঠকে এই প্রস্তাবসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।

এসআইআর (SIR) চালু হলে তার খুঁটিনাটি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, সে জন্য চালু করা হবে বিশেষ হেল্পলাইন নম্বর (Helpline)। অভিযোগ জানানো যাবে সরাসরি সেই নম্বরে।

কমিশন সূত্রে ইঙ্গিত, এবার ভোটার তালিকা (Voter List) সংশোধনের বড়সড় প্রক্রিয়া শুরু হবে। কড়া নজরদারি, প্রযুক্তিনির্ভর সুরক্ষা এবং সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে এই উদ্যোগে।

২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী, বাংলায় মোট ভোটার ছিলেন ৪ কোটি ৫৮ লক্ষ। সেবার প্রায় ২৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সেই অভিজ্ঞতার পর এবার আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার দিকে এগোতে চায় কমিশন।

উল্লেখ্য, বিহারে (Bihar) এসআইআর চলাকালীন প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগে বিতর্ক তৈরি হয়েছিল। তবে কমিশনের দাবি, এবার এমন ঘটনা রোধে নেওয়া হবে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা।

এদিকে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এক শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা না করেই কীভাবে এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এগোচ্ছে কমিশন? এ বিষয়ে কমিশনের কাছ থেকে জবাবও চাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen