BJP শাসিত মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকের উপর নৃশংস হামলা, কেটে নেওয়া হল দুই কান
রাহুলকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, একটি কান সম্পূর্ণ এবং অন্য কানের প্রায় অর্ধেক কেটে দেওয়া হয়। মুখেও লেগেছে গুরুতর আঘাত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৭: আবারও ভিনরাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। স্রেফ মারধর নয়, কেটে নেওয়া হয়েছে দুই কানও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটিতে।
নলহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং পেশায় রাজমিস্ত্রি। জীবিকার সন্ধানে মুম্বইয়ে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, মালিকের কাছে পাওনা টাকা চাইতে গেলে রাহুলকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, একটি কান সম্পূর্ণ এবং অন্য কানের প্রায় অর্ধেক কেটে দেওয়া হয়। মুখেও লেগেছে গুরুতর আঘাত।
মুম্বইয়ের এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সোমবার বাড়ি ফেরেন রাহুল। ছেলের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মায়ের অভিযোগ, “আর্থিক অভাবের জন্যই বাইরে কাজে পাঠিয়েছিলাম। সেখানে এমন অমানবিক নির্যাতন হবে, ভাবতে পারিনি।” ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পরিবার।
উল্লেখ্য, মুম্বইয়ে বাংলা ভাষায় কথা বলায় বিপদে পড়েছিলেন বজবজের পরিযায়ী শ্রমিক সোমা জমাদার। বাংলাদেশি ভেবে পুলিশ তাঁকে আটক করেছিল। পরিবারের অভিযোগ, বৈধ কাগজপত্র দেখিয়েও কোনও লাভ হয়নি।
এর আগে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র পুলিশ বিষ্ণুপুরের বাবাই সর্দারকে আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখে। বিষয়টি জানতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তৃণমূল প্রতিনিধি দল মহারাষ্ট্রে যায়। নথিপত্র যাচাইয়ের পর বাবাইকে মুক্তি দেওয়া হয়।