প্রয়াত কিংবদন্তি হকি তারকা-প্রাক্তন অলিম্পিয়ান ভেস পেজ, পিতৃহারা লিয়েন্ডার

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে (1972 Munich Olympics) ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের সদস্য ছিলেন ভেস পেজ।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: প্রয়াত হলেন কিংবদন্তি হকি তারকা ভেস পেজ (Vece Paes)। টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বাবা ভেস পেজ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে (1972 Munich Olympics) ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের সদস্য ছিলেন ভেস পেজ। স্পোর্টস মেডিসিনে খ্যাতনামা চিকিৎসক ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দল, ভারতের ডেভিস কাপ দল সহ দেশের একাধিক প্রথম সারির ক্রীড়া সংস্থার ফিজিও এবং চিকিৎসক হিসাবে কাজ করেছেন ভেস।

ভারতীয় ক্রীড়াজগতে তারকা পিতা-পুত্র বলতেই তাঁর ও লিয়েন্ডারের নাম উঠে আসে।
ভেসের স্ত্রী জেনিফার পেজও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। ভেসের মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen