শূন্যে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন! পাকিস্তানে মৃত অন্তত ৮, আহত ৬০-র বেশি
করাচিতে আবারও প্রাণঘাতী স্বাধীনতা দিবসে উদযাপন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৪: করাচিতে আবারও প্রাণঘাতী স্বাধীনতা দিবসে উদযাপন। বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় আকাশে এলোপাথাড়ি গুলি চালিয়ে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত অন্তত ৬০ জন। জিও নিউজ জানায়, ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আজিজাবাদে গুলির আঘাতে শিশুটি মারা যায়, এবং করাঙ্গিতে নিহত হন স্টিফেন নামে একজন ব্যক্তি।
পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে, লিয়াকতাবাদ, করাঙ্গি, লিয়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কিমারি, জ্যাকসন, বালদিয়া, ওরাঙ্গি টাউন ও পাপোশ নগর – এসব এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।
এছাড়া, শরিফাবাদ, নর্থ নজিমাবাদ, সুরজানি টাউন, জামান টাউন ও লান্ধিতেও স্বাধীনতা উদযাপনের সময় গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে।
স্বাধীনতা দিবসের উৎসবের মাঝে ডাকাতির ঘটনাও ঘটে। তা প্রতিরোধ করতে গিয়ে আলাদা করে আরও পাঁচজন নিহত হন। আহতদের সিভিল, জিন্নাহ, আব্বাসি শাহিদ হাসপাতালসহ গুলিস্তান-ই-জওহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
করাচিতে উৎসবের রাতে গুলি ছোঁড়ার এই প্রাণঘাতী প্রবণতা নতুন নয়। ARY নিউজ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে এক মাসেই গুলির ঘটনায় ৪২ জন মারা যান এবং ২৩৩ জন আহত হন। ২০২৪ সালে একইভাবে আহত হন অন্তত ৯৫ জন, আগের বছর সেই সংখ্যা ছিল ৮০।