অবশেষে ফিরছে বিগ বস৩, এবার বাংলাতে

শোয়ের সঞ্চালক কে হবেন সেই নিয়েও ছিল জল্পনা। কিন্তু শেষপর্যন্ত শুরু হচ্ছে জনপ্রিয় এই শো।

October 1, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অনেক টালবাহানার পর ফের শুরু হতে চলেছে হিন্দি বিগ বস সিজন ১৪। সঞ্চালকের আসনে সলমান খান। ৬ অক্টোবর থেকে শুরু সম্প্রচার। সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর নেপোটিজম বিতর্ক যেভাবে জোরদার হয়ে উঠেছিল এবং সলমান খানের বিরুদ্ধে একাংশের রোষ গিয়ে পড়েছিল—তাতে শোনা গিয়েছিল এবছর বিগ বস নিয়ে কিছু ভাবতে চাইছেন না নির্মাতারা। শোয়ের সঞ্চালক কে হবেন সেই নিয়েও ছিল জল্পনা। কিন্তু শেষপর্যন্ত শুরু হচ্ছে জনপ্রিয় এই শো।

তাহলে বাংলা-ই বা পিছিয়ে থাকবে কেন? টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বাংলায়ও শুরু হতে চলেছে বিগ বস সিজন ৩। তবে জনপ্রিয় এই রিয়্যালিটি শো কোন চ্যানেলে সম্প্রচারিত হবে সেই নিয়েই উঠছে প্রশ্ন। আপাতত লাখ টাকার সেই উত্তর হাতড়ে বেড়াচ্ছে টেলিপাড়া। তবে বাংলায় যে বিগ বস ফিরছে সেই খবর একরকম পাকা। অন্তত সূত্র তাই বলছে।

কিন্তু বিগ বসের প্রযোজক সংস্থা এন্ডামল ইন্ডিয়া গত বছর গুলোর মতো এবারও কালার্স বাংলাকেই বেছে নেবেন কিনা সেই নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ লকডাউনের মধ্যেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় কালার্স বাংলার চলতি চারটি সিরিয়াল। জানিয়ে দেওয়া হয় ডাবিং ছাড়া অন্য কিছু আপাতত চলবে না। এমনকী বিগ বস নিয়েও চ্যানেল বিশেষ আগ্রহ দেখায়নি বলে শোনা গিয়েছে একটি সংবাদ মাধ্যম সূত্রে। পুজো, আইপিএল, দিওয়ালি এসব মিটলে তারপরই যে নির্মাতারা এই শো নিয়ে ভাববেন, জানিয়েছেন এমনটাই।

বাংলায় বিগ বসের প্রথম সিজনের সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। সেবছর সেরার শিরোপা পেয়েছিলেন গায়ক অনীক ধর। দ্বিতীয় সিজনের সঞ্চালক ছিলেন সুপারস্টার জিৎ। সেইবার সেরা হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তবে সিজন ৩ দেখানো হতে পারে একটি জনপ্রিয় বাংলা চ্যানেলেই। সঞ্চালক হিসেবেই জিৎ-কেই দেখা যাবে কিনা তাও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। কিন্তু হিন্দির সিজন ১৪ দেখে আশাবাদী বাংলাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen