BJP শাসিত উত্তরপ্রদেশে মূক-বধির মহিলাকে গণধর্ষণ, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। নির্যাতিতা কথা বলতে বা শুনতে পারেন না।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: আবারও প্রশ্নের মুখে যোগীরাজ্যে নারী নিরাপত্তা। গণধর্ষণের শিকার হলেন এক মানসিক প্রতিবন্ধী, মূক-বধির মহিলা। দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালানোর চেষ্টা করেন অসহায় নির্যাতিতা। দুষ্কৃতীরা বাইক নিয়ে তাঁর পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। নির্যাতিতা কথা বলতে বা শুনতে পারেন না। ঘটনার দিন মামাবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, অভিযুক্তরা বাড়ির কাছেই তাঁকে অপহরণ করে। নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ছুটছেন অসহায় ওই মহিলা। তাঁকে পিছনে ধাওয়া করছে দুই জন বাইক আরোহী। ১৬ সেকেন্ডের ফুটেজে স্রেফ এইটুকুই দেখা গিয়েছে।

অসহায় মহিলাকে পাকড়াও করে তারা। তারপর মহিলার উপর অত্যাচার চালানো হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নির্যাতিতা চিৎকারটুকুও করতে পারেননি। ঘটনার পর অভিযুক্তরা চম্পট দেয়। নির্যাতিতা কোনওক্রমে বাড়ি পৌঁছন। কোতওয়ালি দেহাত থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সিসিটিভি ফুটেজ দেখে অঙ্কুর ভার্মা ও হর্ষিত পাণ্ডে নামে দুজনকে চিহ্নিত করে পুলিশ। এই ঘটনায় ফের একবার যোগীরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen