জম্মু-কাশ্মীরে চাসোটিতে মেঘভাঙা বৃষ্টি, মৃত অন্তত ১৫ জন

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩২: উত্তরাখণ্ডের (Uttarakhand) পর এবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির জেরে চাসোটিতে ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

চাসোটি থেকে মাছাইল মাতা যাত্রা শুরু হয়। মেঘ ভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দেশজুড়ে চলতি বছরে ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ি এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উত্তরাখণ্ড। উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টির কয়েকদিন পর, ভূমিধসের কারণে চামোলি জেলার নন্দপ্রয়াগে রাস্তা বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট হারসিলের কাছে ধরালী গ্রাম হরপা বানে ভেসে যায়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen