Bihar SIR: আধার প্রামাণ্য নথি, বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে হবে কমিশনকে।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৮: SIR নিয়ে দেশজুড়ে তুঙ্গে তরজা। সুপ্রিম কোর্টেও মামলার হয়েছে। বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড। নাম বাদ গেলে পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভোটাররা। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে হবে কমিশনকে।

এছাড়াও EPIC নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও বাদ পড়া নামের তালিকা টাঙাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, নাম
বাদ পড়লে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। কার্যত বিরোধীদের দাবিই প্রতিফলিত হল শীর্ষ আদালতের পর্যবেক্ষণে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen