বিরাট কোহলি কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? অস্ট্রেলিয়া সিরিজেই কি প্রত্যাবর্তন!

টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে বিদায় ঘোষণা করেছেন প্রাক্তন অধিনায়ক, ফলে এখন শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেখা যাবে তাঁকে।

August 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৮: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—বিরাট কোহলি(Virat Kohli)কবে আবার নীল জার্সিতে মাঠে নামবেন? শেষবার তাঁকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে বিদায় ঘোষণা করেছেন প্রাক্তন অধিনায়ক, ফলে এখন শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেখা যাবে তাঁকে।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওডিআই সিরিজ পিছিয়ে যাওয়ায় ভারতের পরবর্তী ৫০ ওভারের ম্যাচ অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাম্প্রতিক ইঙ্গিত বলছে, সেই সিরিজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন কোহলি। কয়েক দিন আগে তিনি গুজরাট টাইটান্সের সহকারী কোচ নাঈম আমিনের সঙ্গে ইনডোর নেট প্র্যাকটিসের একটি ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “হিট করতে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাই। তোমার সঙ্গে দেখা হলে সবসময়ই দারুণ লাগে।” মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, এক ভক্ত তো সরাসরি ক্যাপশন দিয়েই দিল—”অস্ট্রেলিয়াতে ওডিআইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বিরাট কোহলি”— সেই পোস্টে লাইকও করা হয়েছে বিরাটের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে।

বর্তমানে কোহলি ও রোহিত শর্মা শুধুমাত্র ওডিআইতে সক্রিয়। দুই তারকাই টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়েছেন, তবে ৫০ ওভারের দলে রোহিত এখনও অধিনায়ক। তাদের লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ হলেও, সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—এখনই সেই দলে তাঁদের জায়গা নিশ্চিত নয়।

এক সর্ব ভারতীয় সংবাদ মাধমের -এর রিপোর্ট অনুযায়ী, আগামী দুই বছরে ম্যাচ এই দুই খেলোয়াড়ের ম্যাচ টাইম কমে আসবে, কারণ তাঁরা বাকি দুই ফরম্যাট খেলবেন না। ফলে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, কোহলি ও রোহিতকে ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হজারে ট্রফিতে খেলতে হবে যদি তাঁরা বিশ্বকাপের দৌড়ে থাকতে চান। এই ঘরোয়া একদিনের টুর্নামেন্টে অংশ না নিলে, তাঁদের জন্য সুযোগের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen