Bihar SIR: ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করতেই হবে কমিশনকে, নির্দেশ আদালতের

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৮: নির্বাচন কমিশনের আপত্তিকে গুরুত্ব না-দিয়েই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশনকে সাফ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কেন তাদের নাম বাদ দেওয়া হল, সে কারণও জানাতে হবে।

বিহারের SIR নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন জানাচ্ছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য, ৩২ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার কারা, কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এই সব তথ্য প্রকাশ করা উচিত।

১০ আগস্ট এই মামলা চলাকালীন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে, তার তালিকা আলাদা করে প্রকাশ করার কোনও নিয়ম নেই। কেন নাম বাদ দেওয়া হয়েছে, তা জানাতেও বাধ্য নয় তারা। সুপ্রিম কোর্ট আজ বলল, “তালিকা যখন বুথস্তরে BLO-দের দেওয়া হচ্ছে তখন তা ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যাটা কোথায়?”

অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক DEO-র ওয়েবসাইটে ওই এলাকার বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে হবে। প্রত্যেক বিডিও অফিসের নোটিশ বোর্ডে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম কারণ সহ প্রকাশ করতে হবে। যারা বাদ পড়েছেন, তাঁরা পালটা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। তাৎপর্যপূর্ণভাবে শীর্ষ আদালত জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ড দেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen