Durand Cup 2025 : রবিবারের ডার্বির ভাগ্য নিয়ন্ত্রক কারা?
কলকাতায় ডার্বি অনুষ্ঠিত হতে এখনও কয়েক দিন বাকি। তবে এখন থেকেই ডুরান্ড কোয়ার্টার ফাইনাল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: ১৭ আগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে চলেছে এই মরশুমের দ্বিতীয় ডার্বির আসর। কলকাতা লিগের পরে এইবার ডুরান্ড কাপে মুখ মুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।গত পাঁচ বছরের কলকাতা ডার্বি মানেই মোহনবাগানের রাজত্ব। গত পাঁচবছরে যত বার এই দুই দল নিজেদের মুখোমুখি হয়েছে তারমধ্যে বেশিরভাগ ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন। তবে এবারের ইস্টবেঙ্গল দল বেশ শক্তিশালী। ডুরান্ড কাপের শুরুটা দুর্দান্ত করেছে লাল-হলুদ ব্রিগেড। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়ে গ্রুপের সেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেছে অস্কার ব্রুজো এর ছেলেরা। গ্রুপের তিন ম্যাচে মোট ১২টি গোল করেছে ইস্টবেঙ্গল, এবং মাত্র একটি গোল হজম করছে তাঁরা।
অন্যদিকে গত বছরের রানার্স দল মোহনবাগানও এবারের শুরুটা বেশ ভালোই করেছে। সবুজ মেরুন ব্রিগেডও গ্রুপের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে। কলকাতায় ডার্বি অনুষ্ঠিত হতে এখনও কয়েক দিন বাকি। তবে এখন থেকেই ডুরান্ড কোয়ার্টার ফাইনাল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
একনজরে দেখে নেওয়া যাক এই ম্যাচে কাদের উপরে নজর থাকবে দর্শকদের।
ইস্টবেঙ্গল:- সেরা ৫
- বিপিন সিং- ডুরান্ডের প্রথম’ম্যাচ থেকেই দলকে ভরসা দিচ্ছেন বিপিন।
- মিগুয়েল – ম্যাচে বড়ো ভূমিকা থাকবে এই ব্রাজিলিয়ানের থেকে।
- রাশিদ – দলের মিডফিল্ডে মূল অস্ত্র।
- এডমুন্ড- ফের একবার ডার্বিতে জ্বলে উঠতে পারেন তিনি, দর্শকদের নয়নের মনি তিনি।
- কেভিন- দলের রক্ষণ ভাগের বড়ো ভরসা তিনি।
মোহনবাগান:- সেরা ৫
- অভিষেক সিং – নিজের জীবনের প্রথম ডার্বি খেলবেন তিনি, বড়ো পরীক্ষা তাঁর সামনে।
- লিস্টন কোলাসো- এবারে প্রতিযোগিতায় সবুজ মেরুনের সব থেকে বড়ো ভরসা এই তারকা।
- জেসন কামিংস- দলের অন্যতম সেরা স্ট্রাইকার জেসন, ডার্বি ম্যাচেই জ্বলে ওঠেন এই অজি তারকা।
- বিশাল কাইথ – বর্তমানে ভারতের সেরা গোলকিপার তিনি।
- সাহাল আব্দুল সামাদ – দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই কেরলের অ্যাটাকিং মিডিও।