Kashmir Cloudburst Disaster: ভয়াবহ পরিস্থিতি কিস্তওয়ারে, মৃত বেড়ে ৪৬

Kashmir Cloudburst, Kashmir Cloudburst Disaster, Kishtwar, death, Kashmir,

August 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৫৬: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির (Cloudblast Rain) জেরে বিপর্যয়ের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। ইতিমধ্যেই কিস্তওয়ার জেলায় (Kishtwar) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। মৃতদের মধ্যে ২ জন CISF জওয়ান রয়েছেন বলেও খবর মিলেছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল উদ্ধারকাজে চালাচ্ছে। ডাক্তার ও ওষুধপত্র নিয়ে মেডিক্যাল টিম বিপর্যস্ত এলাকায় পৌঁছেছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, ২০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপদের সময়ে জম্মু-কাশ্মীর সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, ভয়াবহ পরিস্থিতির কারণে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুলিশ নিখোঁজদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করেছে।

মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটল। চাসোটি এলাকা থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে। ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল পুণ্যার্থীদের, হড়পা বানেসেটি ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এলাকায় দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বিপর্যয়টি ঘটে। তখন সেখানে বিপুল সংখ্যার পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। মন্দিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার, কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুরা, শ্রীনগর, গান্ডেরবাল, বদগাঁও ছাড়াও পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, জম্মু, ডোডায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আরও বেশ কিছু এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান ও ধসের আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen