Kolkata Metro: সুড়ঙ্গে মিলল যুবকের দেহ, প্রশ্ন নিরাপত্তারক্ষীদের ভূমিকায়
রাতেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৮: একের পর এক অভিযোগ উঠছে কলকাতার লাইফ লাইন মেট্রোকে ঘিরে। পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। রাতেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মেট্রোর সুড়ঙ্গে গেলেন ওই যুবক? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার রাতে মেট্রো পরিষেবা বন্ধের পর নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা করছিলেন আধিকারিকরা। ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়।
মৃতের যুবকের নাম, পরিচয় জানা যায়নি। অনুমান করা হচ্ছে, মৃতের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। কীভাবে সুড়ঙ্গে নামলেন ওই যুবক? নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে সওয়াল উঠছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।