রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ স্কুল পড়ুয়ারা, তড়িঘড়ি SSKM-এ ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাসপাতালে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এখন সকলেই সুস্থ। হাসপাতাল সূত্রে খবর, সকলেই বিপদ মুক্ত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৬: ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারেও রেড রোডে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন পড়ুয়া। তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে (SSKM)। হাসপাতালে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এখন সকলেই সুস্থ। হাসপাতাল সূত্রে খবর, সকলেই বিপদ মুক্ত।
প্রাথমিক অনুমান, প্রখর রোদে এই অবস্থা হয়েছে পড়ুয়া। আজ সকাল থেকে তপ্ত আবহাওয়া, গরম, জ্বালাপোড়া। এরই মধ্যে রেড রোডের অনুষ্ঠানে পা মেলান পড়ুয়ারা। অনুমান, আবহাওয়ার পরিবর্তনেই তারা অসুস্থ বোধ করে। তাদের SSKM-এ ভর্তি করা হয়।
পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পড়ুয়াদের অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এক পড়ুয়ার সামান্য কিছু সমস্যা রয়েছে। বাকি সকলেই ভালো আছে।
মমতা বলেন, “আমি ওদের কাছে গেছিলাম। আসলে বন্ধুর শরীর খারাপ দেখে দেখে আরও অনেকে অসুস্থ হয়েছে। আমি ওদের আদর করে দিয়েছি। জল-মিষ্টি খাইয়েছিল। এখন সবাই ভালো আছে।” মুখ্যমন্ত্রী আরও জানান, অসুস্থ পড়ুয়ার সংখ্যা ৩৯ জন। তাদের ছেড়ে দেওয়া হলে সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হবে।